সহজেই মেছতা দূর করার ঘরোয়া উপায়- Pink Beauty Tips
মুখের মেছতার দাগ নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন। মেছদার দাগ মুখের সব সৌন্দর্যই যেন নষ্ট করে দেয়।
কেমিকেলযুক্ত প্রসাধনী ব্যবহারের ফলে মেছতার দাগ আরও গাঢ় হয় ত্বকে।
হলুদ: সবার রান্নাঘরেই হলুদ থাকে। রান্নায় ব্যবহারের পাশাপাশি রূপচর্চা এমনকি শারীরিক বিভিন্ন সমাধান আছে হলুদে। হলুদে থাকা কার্কিউমিন ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ-বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
একটি হলো, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অন্যটি অ্যান্টি-মুটাগেন।
অ্যালোভেরা জেল: ত্বক ও চুল জন্য অত্যন্ত উপকারী এক উপাদান হলো অ্যালোভেরা। এটি কেবল ত্বকের রোদে পোড়া দাগ দূর করে না বরং মেছতার দাগও ভ্যানিশ করতে পারে।
প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং ইউভি-প্রতিরক্ষামূলক গুণাবলী আছে অ্যালোভেরায়। এ ছাড়াও অ্যালোভেরা প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায়, মেছতার ফলে ত্বক শুষ্ক হয়ে ওঠে। এ সমস্যার সমাধানে অ্যালোভেরা দারুন কাজে দেয়। নিয়মিত অ্যালোভেরার জেল ব্যবহারের মাধ্যমে আপনি মুখের মেছতার দাগ সহজেই দূর করতে পারবেন।
লেবুর রস
লেবুর রসে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট আছে, এটি সবারিই জানা। ত্বকের যেকোনো কালচে দাগ হালকা করে দিতে পারে লেবু। তবে সরাসরি মুখে লেবুর রস ব্যবহার করবেন না। এর সঙ্গে যেকোনো ফেসমাস্ক ব্যবহার করতে পারেন। এ ছাড়াও হলুদের গুঁড়োর সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়েও ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।
#লেবুর_রস
#অ্যালোভেরা_জেল
#হলুদ
#মেছতা
#আলু_দিয়ে_মেছতা_দুর_করার_ঘরোয়া_উপায়
#মেছতা_দুর_হবে_৩_মিনিটে
#ত্বকের_যত্ন
#ত্বক
#tipswithtamanna
Post a Comment